হিলফুল ফুযুল আমাদের গ্রাম ফাউন্ডেশন, এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, মাদক-জুয়া, সুদ-ঘুষ মুক্ত গ্রাম উন্নয়ন ইসলামিক সংগঠন।
সংগঠনের ভিশন-কোরআন-সুন্নাহ অনুযায়ী ইসলামিক জীবন বিধান কায়েমের মাধ্যমে গ্রামের মানুষের আথিক, সামাজিক, শারীরিক, মানসিক ও আধ্যাত্বিক উন্নয়নের মাধ্যমে সুন্দর একটি গ্রাম ও সমাজ গঠন করা।
* সংগঠনের উদ্দেশ্য-অসহায়, দুঃস্থ,নিঃস্ব,আশ্রয়হীন, গরীব-দুখী, এতিমদের লালন-পালন ও শিক্ষাদান, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, বিধবা ও স্বামী-পরিত্যাক্তাদের বিয়ের বা কম সংস্থানের ব্যবস্থা করা, শীতবস্ত্র বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি,ইফতার ও রমাদান ফুড বিতরণ,সাপ্তাহিক দারস, কমসংস্থানের ব্যবস্থা করা, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা, বিনা সুদে মাসিক কিস্তীতে আর্থিক ঋণ দেওয়া, বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা, নওমুসলিমদের ও মুসাফিরদের সাহায্য করা, প্রতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষার উন্নয়নে সাহায্য করা, এছাড়াও সাদাকাহ জারিয়া প্রকল্প যেমন-মসজিদ-মাদরাসা নির্মাণ, নলকূপ খনন, দীনি বই-পুস্তক বিতরণ ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ এর ব্যবস্থা করা ইত্যাদি।